জঙ্গিদের প্রতি মুহূর্তের খবর দিত ১০ জন স্থানীয় বাসিন্দা! NIA-এর ব়্যাডারে কারা

পহেলগাঁও হামলায় ১০ জন স্থানীয় বাসিন্দা জঙ্গিদের সাহায্য করত।

author-image
Tamalika Chakraborty
New Update
pahalgam terrorists

নিজস্ব সংবাদদাতা: ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৫ জন পর্যটকের ও এক জন স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল, স্থানীয় বাসিন্দাদের সাহায্য ছাড়া এই হামলা কোনওভাবেই জঙ্গিদের পক্ষে সম্ভব ছিল না। NIA- এর প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে,  এই হামলায় ১০ জন স্থানীয় বাসিন্দা জঙ্গিদের হয়ে ওভারগ্রাউন্ড হিসেবে কাজ করেছে। তারাই জঙ্গিদের প্রতি মুহূর্তের তথ্য দিত। এই ১০ জন্য স্থানীয় বাসিন্দাদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে। পহেলগাঁও, পুলওয়ামার একাধিক জায়গায় NIA  তল্লাশি অভিযান শুরু করেছে। 

nia