ওড়িশায় নেপালি ছাত্রীর রহস্যমৃত্যু! পুলিশের তদন্তে নয়া মোড়

ওড়িশায় নেপালি ছাত্রীর মৃত্যুতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
odisha dgp


নিজস্ব সংবাদদাতা: ভুবনেশ্বরের KIIT বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে এক নেপালি ছাত্রীকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। এই প্রসঙ্গে ডিসিপি ভুবনেশ্বর জগমোহন মীনা বলেছেন, "তদন্তের সময় জানা গেছে যে হোস্টেলের ওয়ার্ডেন যখন সান্ধ্যকালীন উপস্থিতি নিচ্ছিলেন, তখন একজন ছাত্রীকে পাওয়া যায়নি। এরপরেই ছাত্রীটিকে খোঁজা শুরু হয়। ওই নেপালি ছাত্রীকে তাঁর ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাঁকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মৃতদেহটি এখন AIIMS-এ রাখা হয়েছে এবং মেয়েটির বাবা-মাকে জানানো হয়েছে। মেয়েটি নেপালের বাসিন্দা। তিনি বি. টেক প্রথম বর্ষে পড়তেন। মেয়েটির ঘরে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।  বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক এবং কর্তৃপক্ষকে সহায়তা করার জন্য আমরা আমাদের কর্মী মোতায়েন করেছি। আমরা মেয়েটির বন্ধুদের সাথে কথা বলেছি।"

hand-dead-victim-woman-covered-600nw-
ফাইল চিত্র