ফের রাজ্যে হিন্দু কর্মী খুন! এবার গর্জে উঠল বিজেপি

হিন্দু কর্মী সুহাস শেঠি হত্যার ঘটনায় রাজ্যের গোয়েন্দা দফতরকে দায়ী করল বিজেপি।

author-image
Tamalika Chakraborty
New Update
karnataka bjp leaderr


নিজস্ব সংবাদদাতা: হিন্দু কর্মী সুহাস শেঠি হত্যার ঘটনায় গর্জে উঠেছে বিজেপি।  মামলায় কর্ণাটক বিজেপি সভাপতি বিওয়াই বিজয়েন্দ্র বলেছেন, "হিন্দু কর্মী সুহাস শেঠির নৃশংস হত্যার তীব্র নিন্দা জানাচ্ছে বিজেপি। স্থানীয় পুলিশ এবং গোয়েন্দা বিভাগ যখন সুহাস শেঠির জীবনের হুমকির কথা জানত, তখন কেন বিভাগটি চুপ করে রইল? এটি হিন্দু সংগঠন এবং হিন্দু কর্মীদের জন্য হুমকি। সিদ্দারামাইয়াহের কংগ্রেস সরকার কর্ণাটকে ক্ষমতায় আসার পর, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। কর্ণাটকে হিন্দু কর্মীদের ধারাবাহিক হত্যাকাণ্ড ঘটছে। কর্ণাটকে কোনও গোয়েন্দা বিভাগ আছে কিনা তা নিয়ে আমার সত্যিই সন্দেহ আছে।"

hand-dead-victim-woman-covered-600nw-
ফাইল চিত্র