লস্কর-ই-তইবা নয়, পহেলগাঁও হামলার পেছনে পাক সেনা ও আইএসআইয়ের সরাসরি জড়িত থাকার প্রমাণ

এনআইএ প্রাথমিক রিপোর্টে জানিয়েছে, লস্কর-ই-তইবা নয়, পহেলগাঁও হামলার পেছনে পাক সেনা ও আইএসআইয়ের সরাসরি জড়িত থাকার প্রমাণ রয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
pahalgam terrorists s


নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁও হামলা নিয়ে বিস্ফোরক দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। সূত্রের খবর, এনআইএ যে প্রাথমিক রিপোর্ট তৈরি করেছে, তাতে সরাসরি পাকিস্তানের সেনাবাহিনী, গুপ্তচর সংস্থা আইএসআই এবং জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার (LeT) নাম উল্লেখ করা হয়েছে হামলার মূল ষড়যন্ত্রী হিসেবে।

২২ এপ্রিল, দুপুরে বৈসরন ভ্যালি রিসর্টে চালানো হয় এই ভয়াবহ হামলা। চারজন জঙ্গির মধ্যে দু’জন ছিল পাকিস্তানি নাগরিক, বাকি দু’জন কাশ্মীরের স্থানীয়। ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। প্রকাশ্যে এসেছে হামলাকারীদের স্কেচ। তদন্তে উঠে এসেছে, ‘আদিল কঠোর’ নামের এক জঙ্গি ছিল তাদের গাইড বা পথপ্রদর্শক।

হামলার ১০ দিন কেটে গেলেও এখনও মূল অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে। যদিও কাশ্মীরজুড়ে অভিযান ও ধরপাকড় চলছে, তবুও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার বা নিকেশ হয়নি।

গত রবিবার সরকারিভাবে এই হামলার তদন্তভার গ্রহণ করে এনআইএ। তদন্ত শুরু করার সঙ্গে সঙ্গেই একটি প্রাথমিক রিপোর্ট তৈরি করেছে তারা। সূত্রের মতে, রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, এই হামলা ছিল লস্কর, আইএসআই এবং পাক সেনার সমন্বয়ে রচিত একটি সুপরিকল্পিত চক্রান্ত।

এনআইএ-র তথ্য বলছে, হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে সরাসরি যুক্ত ছিল অন্তত ২০ জন ওভারগ্রাউন্ড ওয়ার্কার, যারা কাশ্মীরে থেকেই সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, এর পেছনে আর কে বা কারা যুক্ত, এবং আন্তর্জাতিক পর্যায়ে এর শিকড় কতদূর বিস্তৃত। হামলার প্রকৃতি ও এর নেপথ্যের কুশীলবদের দেখে গোটা ঘটনার গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছে বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।