নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁও হামলার তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)-র প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে, হামলায় ব্যবহৃত অস্ত্র ও বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছিল কাশ্মীরের বেতাব ভ্যালিতে।
এই হামলার নেপথ্যে ‘ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স’ (OGWs)-দের সক্রিয় ভূমিকার কথাও উঠে এসেছে রিপোর্টে। তদন্তে জানা গিয়েছে, এদের একটি বড় নেটওয়ার্ক হামলাকারীদের সহায়তা করেছিল—চলাচলের পথ, লজিস্টিক সাপোর্ট, অস্ত্র মজুত করা থেকে শুরু করে গোটা পরিকল্পনায়।
OGW-দের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক পদক্ষেপের জন্য প্রস্তুতি শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা। কে কার সঙ্গে যোগাযোগ রাখত, সেই তালিকাও তৈরি করা হয়েছে। তাদের লোকেশন, কল রেকর্ড এবং গতিবিধি বিশ্লেষণ করে গোটা চক্রকে চিহ্নিত করার কাজ চলছে।
/anm-bengali/media/media_files/2024/12/20/1000130124.jpg)
তদন্তের অংশ হিসেবে এলাকায় থ্রি-ডি ম্যাপিং এবং ঘটনার পূর্ণাঙ্গ রিকনস্ট্রাকশন (reconstruction) করা হয়েছে। এতে স্পষ্টভাবে বোঝা গিয়েছে হামলার রুট এবং তার পরিকল্পনার পদ্ধতি।
প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা পাক অধিকৃত কাশ্মীরে থাকা তাদের ‘হ্যান্ডলার’-দের সঙ্গে নিয়মিত যোগাযোগে ছিল। সেই যোগাযোগের মাধ্যম, সময় এবং স্থান নিয়েও তথ্য সংগ্রহ করেছে এনআইএ।
তদন্তের এই প্রাথমিক রিপোর্ট খুব শীঘ্রই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে তুলে দেবেন এনআইএ-র ডিরেক্টর জেনারেল। এরপর শুরু হতে পারে আরও বড় পরিসরের তদন্ত ও কূটনৈতিক পদক্ষেপ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us