New Update
/anm-bengali/media/media_files/EGzdkDqjPZT5IIXsyBNu.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাহুর দশা প্রায় ১৮ বছর স্থায়ী হয়। এই পরিস্থিতি কোনও মানুষের জীবনের উথান পাতাল হয়ে যায়। রাহু দূর্বল হয়ে পড়লে কোনও ব্যক্তি মানিকভাবে দূর্বল হয়ে পড়েন। মানসিক অস্থিরতায় ভুগতে থাকেন। রাহুর দশায় অন্ত্রের সমস্যা, আলসার এবং গ্যাস্ট্রিক সমস্যা দেখতে পাওয়া যায়। ঘুমের সময় ঘন ঘন ভয়, শরীরে দুর্বলতা এবং অতিরিক্ত অলসতার মতো উপসর্গ দেখতে পাওয়া যায়। এই সময় মানুষ নিজেদের লক্ষ্য থেকে সরে আসে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us