মালদায় মর্মান্তিক! বিছানা থেকে পড়ে জমা জলে প্রাণ গেল দেড় বছরের শিশুর

বিছানা থেকে জমা জলে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
 child death .jpg

নিজস্ব সংবাদদাতা: মালদার মানিকচক থানার ভূতনির গৌরাঙ্গটলায় ঘটল হৃদয়বিদারক ঘটনা। দেড় বছরের এক শিশু বিছানা থেকে গড়িয়ে পড়ে জমা জলে ডুবে মারা গেল। প্রায় এক মাস ধরে বাঁধ ভেঙে প্লাবিত এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বন্যার কারণে গৃহহীন পরিবারগুলি জলের উপর মাচা তৈরি করে বসবাস করছিল। বুধবার রাতে শিশুটি মাচার উপর বিছানায় ঘুমোচ্ছিল। মা-বাবা ঘুম ভাঙলেও ছোট্টটি তখনও ঘুমিয়ে ছিল। আচমকা গড়িয়ে সে পড়ে যায় নিচের জলে। পরিবারের সদস্যরা তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। শিশুটির মা সীমা ভেঙে পড়েছেন। তিনি বলেন, দোকান থেকে ফিরে এসে কখনও ভাবতেও পারেননি তাঁর কোলে আর সন্তানকে জীবন্ত পাবেন না।

babydeath

স্থানীয়দের অভিযোগ, ভুতনির পশ্চিম রতনপুরের বাঁধ ভেঙে মানিকচক ব্লকের হীরানন্দপুর পঞ্চায়েতের একাধিক গ্রাম এখনও জলের তলায়। ঘরবাড়ির ভেতরেও জল ঢুকে পড়েছে। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। দুই-তিন দিন কেটে গেলেও এখনও জল নামেনি।

এর আগে গত ২ আগস্ট বিরাটিতে জমা জলে ডুবে মারা গিয়েছিল ৫ মাসের এক শিশু। এমনকি দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়ও জমা জলে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছিল। প্রতিবারই নিকাশির দুরবস্থা নিয়ে ক্ষোভ ঝড়েছে স্থানীয়দের মধ্যে।