কলকাতায় ফের নারকীয় কাণ্ড! তরুণী নির্যাতনের মূল অভিযুক্তকে ধরল পুলিশ

হরিদেবপুরে তরুণী নির্যাতনের মূল অভিযুক্ত গ্রেফতার।

author-image
Tamalika Chakraborty
New Update
Arrest

নিজস্ব সংবাদদাতা: হরিদেবপুরের চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার মূল অভিযুক্ত দেবাংশু বিশ্বাসকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে কলকাতার দেশপ্রিয় পার্ক এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়।

ঘটনাটি ঘটেছিল গত ৫ সেপ্টেম্বর। অভিযোগ, ওইদিন রিজেন্ট কলোনিতে জন্মদিনের পার্টির নাম করে এক তরুণীকে ডেকে নিয়ে গিয়ে তাঁকে নৃশংসভাবে গণধর্ষণ করা হয়। ঘটনার পর থেকেই এলাকা জুড়ে প্রবল চাঞ্চল্য ছড়ায়।

Rape

এর পাঁচদিন পর পুলিশ বর্ধমান স্টেশন থেকে চন্দন মালিক নামে আরেক অভিযুক্তকে গ্রেফতার করে। কিন্তু ঘটনার মূল ষড়যন্ত্রী দেবাংশু তখন থেকেই পলাতক ছিল। অবশেষে পুলিশের তৎপরতায় ধরা পড়ল সে।

পুলিশ জানিয়েছে, দেবাংশুর বিরুদ্ধে একাধিক ধারা প্রয়োগ করা হচ্ছে এবং তাকে দ্রুত আদালতে তোলা হবে। গোটা এলাকায় নতুন করে ক্ষোভের আগুন জ্বলছে।