/anm-bengali/media/media_files/2025/09/19/nepal-pm-2025-09-19-12-25-17.jpg)
নিজস্ব সংবাদদাতা: নেপালের অপসারিত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি টানা নয় দিন সেনার নিরাপত্তায় কাটানোর পর এবার একটি ব্যক্তিগত বাড়িতে উঠেছেন। নেপাল আর্মি সূত্রে এই খবর নিশ্চিত করা হয়েছে।
ওলি ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী পদ ছাড়ার পরপরই রাজধানী কাঠমান্ডুর উত্তরের শিবপুরী অরণ্যের সেনা ব্যারাকে আশ্রয় নেন। কারণ, সেই দিনই জেন জেড বিক্ষোভকারীরা সহিংস হয়ে ওঠে। ওই আন্দোলনকারীরা তাঁর ভক্তপুর জেলার বলকটের বাড়িতে আগুন ধরিয়ে দেয়, পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী থাকাকালীন অফিস বলেও পরিচিত বলকটের সরকারি বাসভবনেও আগুন লাগানো হয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/11/nepal-violence-2025-09-11-14-16-30.jpg)
এখন তিনি কোথায় থাকবেন, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে স্থানীয় মিডিয়ার দাবি, ওলি নাকি ভক্তপুর জেলার গুন্ডু এলাকার একটি ব্যক্তিগত বাড়িতে উঠেছেন, যা কাঠমান্ডু থেকে প্রায় ১৫ কিমি দূরে।
প্রাক্তন প্রধানমন্ত্রী ওলির এই গোপন আশ্রয় এখন নেপালের রাজনৈতিক মহলে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us