বাল্য বিবাহ রোধে এলাকাবাসীকে বার্তা দিলেন মহকুমা শাসক

বাল্য বিবাহের দিক থেকে প্রথম সারিতে পিংলার গ্রাম পঞ্চায়েত। কি বার্তা দিলেন মহকুমা শাসক ?

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-09-19 at 10.58.09 AM

PINGLA

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ৫ নং মালিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায়, জেলার সব থেকে বেশী বাল্য বিবাহের রেকর্ড রয়েছে। গতকাল সেই এলাকারই নয়া প্রাথমিক বিদ্যালয়ে, 'আমাদের পাড়া, আমাদের সমাধান' ক্যাম্পে এসে এলাকাবাসী,অভিভাবকদের অল্প বয়সে মেয়েদের বিবাহ না দেওয়ার আবেদন জানান খড়্গপুরের মহকুমা শাসক পাতিল যোগেশ অশোক রাও।

WhatsApp Image 2025-09-19 at 10.58.24 AM
PINGLA

এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক পাতিল যোগেশ অশোক রাও বলেন,''পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে বাল্য বিবাহের দিক থেকে একদম প্রথম সারিতে রয়েছে পিংলার এই গ্রাম পঞ্চায়েত। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনার এত ছোট বয়সে মেয়েদের বিয়ে দেবেন না। রাজ্য সরকারের একাধিক প্রকল্প রয়েছে তাদের জন্য। সেগুলিকে কাজে লাগান। মেয়ে প্রাপ্ত বয়স্ক হলেই বিয়ে দিন। সবুজ সাথী,স্কলারশিপ,স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কন্যাশ্রী,বিয়ের টাইমে রুপশ্রী। এই সরকারি প্রকল্প গুলিকে আপনারা কাজে লাগান।'