/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
নিজস্ব সংবাদদাতা: নদিয়ার নবদ্বীপে ঘটে গেল চাঞ্চল্যকর রাজনৈতিক খুন। বিশ্বকর্মা পুজোর রাতেই বাড়িতে ঢুকে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিককে ঘুম থেকে ডেকে তুলে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। রাতভর দুষ্কৃতীরা বাড়ির বাইরে বসে ছিল, যাতে জখম সঞ্জয়কে কেউ হাসপাতালে নিয়ে যেতে না পারে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনা ঘটেছে নবদ্বীপ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুরে। অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মী জয় রায়, তারক দেবনাথ, নান্টু ও ঝন্টু-সহ কয়েকজন মিলে এই হামলা চালায়। এমনকি সঞ্জয়ের মাকেও মারধর করা হয়, যখন তিনি ছেলেকে বাঁচাতে এগিয়ে যান।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/rNmDutLsOTNUIXIhQ8H1.jpg)
পরিবারের দাবি, মারধরের সময় এতটাই ভয়াবহ পরিবেশ তৈরি হয়েছিল যে কেউ সাহস করে রাতেই সঞ্জয়কে হাসপাতালে নিয়ে যেতে পারেননি। পরদিন নিয়ে গেলে সব শেষ হয়ে যায়। ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, এই আক্রমণ পরিকল্পিত এবং রাজনৈতিক প্রতিহিংসার ফল। তাঁদের দাবি, অভিযুক্তরা সকলেই শাসক দলের কর্মী ও সমর্থক। এলাকায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us