ডেবরায় চালু হতে চলেছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড

পূর্ণ হতে চলেছে দীর্ঘদিনের সেন্ট্রাল বাস স্ট্যান্ডের দাবি। খুশি ডেবরার মানুষ।

author-image
Debjit Biswas
New Update
tmcdebra

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হল ডেবরা। যেই ডেবরার ওপর দিয়ে প্রতিনিয়ত শয়ে শয়ে বাস যাতায়াত করে। যাতায়াত করে উড়িশ্যা- কলকাতা,জামশেদপুর- হলদিয়ার গুরুত্বপূর্ণ রুটের বাস। তাছাড়া এই ডেবরার ওপর দিয়েই কলকাতা-ঝাড়গ্রাম,কলকাতা-বাঁকুড়া,কলকাতা-পুরুলিয়া,কলকাতা- মেদিনীপুর, কলকাতা- খড়্গপুর সহ একাধিক রুটের বাস চলাচল করে। আর এবার এই ডেবরাতেই,১৬ নং জাতীয় সড়কের পাশেই, দ্বারিকাপুর এলাকায় রাজ্য সরকারের উদ্যোগে শুরু হতে চলেছে সেন্ট্রাল বাসস্ট্যান্ড। এই সেন্ট্রাল বাসস্ট্যান্ডের দাবী ছিল দীর্ঘ দিনের। বর্তমানে ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীরের তৎপরতায় এই কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার। সরকারি বাস,দূরপাল্লার বাস,লোকাল বাস থাকবে এই সেন্ট্রাল বাসস্ট্যান্ডে।

debra 3.jpg

দ্বারিকাপুর এলাকায় পূর্ত দপ্তরের প্রায় দেড় একর জায়গা, রাজ্য পরিবহন দপ্তরের হাতে কদিন আগেই আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে। এই সেন্ট্রাল বাস স্ট্যান্ডের নকশা ও প্ল্যান এস্টিমেটও রেডি। এবার শুধু টাকা বরাদ্দ হলেই কাজ শুরু হবে। বিধায়ক জানান আগামী তিন মাসের মধ্যেই আমরা এই কাজ শুরু করবো। এতে উপকৃত হবে অনেকেই। ক'দিন আগে জমি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের একাধিক অধিকর্তারা। তারাও জানিয়েছেন দ্রুত এই কাজ শুরু হবে। আর এই খবর ছড়িয়ে পড়তেই খুশি ডেবরার সকল এলাকাবাসী থেকে শুরু করে বাসযাত্রী ও  চালকরা। এবার শুধু সময়ের অপেক্ষা।