/anm-bengali/media/media_files/zMAOrieW39WLDBpJwWVy.jpg)
নিজস্ব সংবাদদাতা: একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে যে পশ্চিমবঙ্গের চোপড়ায় স্থানীয় তৃণমূল নেতার ঘনিষ্ঠ এক ব্যক্তি, 'অবৈধ সম্পর্ক'-এর অভিযোগ তুলে এক দম্পতিকে রাস্তায় ফেলে মারধর করছে। এই বিষয় সম্পর্কে আপ সাংসদ সন্দীপ পাঠক বলেছেন, "আমি ভিডিওটি দেখিনি এবং আমার কাছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য নেই।
আইনশৃঙ্খলাকে কোথাও প্রভাবিত করা উচিত নয়। দেশের সকলের সমান অধিকার এবং সম্মান থাকা উচিত।
কিন্তু রাজনীতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে ঠিক কোনটা, ভুল কোনটা বা কে করছে, কেন করছে তা বোঝা কঠিন হয়ে পড়েছে। এই বিষয়ে তৃণমূল ভালো প্রতিক্রিয়া দিতে পারবে।"
#WATCH | On a viral video showing West Bengal man assaulting couple in 'illicit relationship', AAP MP Sandeep Pathak says, "I have not seen the video and I don't have detailed information on the same. Law and order should not be affected anywhere in the country. Everyone should… pic.twitter.com/alZ0tMHKvc
— ANI (@ANI) July 1, 2024