হাতে নয় ভাতে মারার পরিকল্পনা ভারতের! পাকিস্তান থেকে সমস্ত ধরনের আমদানির ওপর জারি নিষেধাজ্ঞা
সিন্ধু জলের পথ আটকে ভারত কিছু নির্মাণ করলে তা গুঁড়িয়ে দেবে পাকিস্তান, ফের হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর
নিরাপত্তা বাহিনীর হাতে জঙ্গিদের ব্যবহার করা আল্ট্রা কমিউনিকেশন সিস্টেম! কীভাবে ব্যবহার করেছিল পহেলগাঁও হামলায়
মাধ্যমিকে স্বউজ্জ্বল সৌম্যদীপ, দেওয়া হল শুভেচ্ছা বার্তা
পার্ক থেকে উদ্ধার ঝুলন্ত কিশোরীর দেহ! শহর জুড়ে উত্তেজনা
দিঘার জগন্নাথ মন্দির আর যাই হোক ধাম হতে পারে না! ওড়িশার মন্ত্রীর মন্তব্যে বিতর্ক
অবৈধ বালি পাচার, বড় সাফল্য পুলিশের
গোয়ায় পদদলিত হওয়ার ঘটনায় গুরুতর আহত তিন! চিন্তা প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী
পহেলগাঁও হামলার সঙ্গে সরাসরি যোগ হামাসের! প্রত্যাঘাত তবে কি ইজরায়েলের মতো হবে?

BREAKING : পাকিস্তানিদের অনুসরণ করছে বাংলাদেশ : বাংলাদেশিদের বয়কটের ডাক দিলেন শুভেন্দু অধিকারী

বাংলাদেশিদের বয়কটের ডাক দিলেন শুভেন্দু অধিকারী, পাকিস্তানের মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

author-image
Debapriya Sarkar
New Update
suvenduio.jpg

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশের মাওলানাদের উস্কানিমূলক মন্তব্যের পর, ভারতীয় রাজনৈতিক নেতা শুভেন্দু অধিকারী এক বিস্ফোরক দাবি জানিয়েছেন। তিনি ভারতীয় ডাক্তার সমাজ, ব্যবসায়ী এবং ভারতপ্রেমীদের কাছে আবেদন জানিয়েছেন, "বাংলাদেশিদের বয়কট করা হোক।" শুভেন্দু বলেন, "যদি বাংলাদেশে মাওলানা বলতে পারেন, হিন্দু নাপিতদের কাছে চুল দাঁড়ি কাটবেন না, হিন্দুদের দোকান থেকে মিষ্টি কিনবেন না, তবে আমিও ভারতপ্রেমীদের কাছে আবেদন করছি, কঠোর জবাব দেওয়ার সময় এসেছে।"

suvendu sad

তিনি আরও বলেন, "এটি শুধু মুখে নয়, কার্যক্ষেত্রে করতে হবে। এমন উত্তর দিন যাতে বাংলাদেশে এখনকার ১৫০ টাকা পেঁয়াজ আর ১২০ টাকা আলু, পাকিস্তানের মতো ১০০০ টাকা লিটার পেট্রল ও ৪০০ টাকা কেজি আটা হয়ে যায়।"

Bangladesh

শুভেন্দু অধিকারীর এই মন্তব্য রাজনৈতিক ও সামাজিক শোরগোল সৃষ্টি করেছে। তার এই আপিলের পরে বাংলাদেশের প্রতি ভারতের জনগণের মনোভাব ও সম্পর্কের ভবিষ্যত বিষয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।