সিন্ধু জলের পথ আটকে ভারত কিছু নির্মাণ করলে তা গুঁড়িয়ে দেবে পাকিস্তান, ফের হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর

এই পরিস্থিতিই পাকিস্তানকে আরও ক্ষুব্ধ করিয়ে তুলছে। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
indus waterindus water

File Picture

নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁও হামলার পরই ভারত সন্ত্রাসবাদ দমনের জন্যে কড়া ব্যবস্থা নেয়। বন্ধ করে দেওয়া হয় পাকিস্তানের সিন্ধু জলবণ্টন চুক্তি। যাতে রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেছে পাকিস্তান। কেননা বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, পাকিস্তানে আস্তে আস্তে জলের সঙ্কট দেখা যাচ্ছে। আর এই পরিস্থিতিই পাকিস্তানকে আরও ক্ষুব্ধ করিয়ে তুলছে। 

pak defense khaja

এবার ফের একবার সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যদি সিন্ধু জলপথ বন্ধ করে ভারত কোনও কিছু নির্মাণ করে, তাহলে তা গুঁড়িয়ে দেবে পাকিস্তান। সিন্ধুর জলপথ আটকাতে তারা যদি কিছু নির্মাণ করার সিদ্ধান্ত নেয়, তাহলে তা ভারতের জন্যে বিপদ ডেকে আনবে। এমন ভাবেই এবার ভারতকে কার্যত হুমকি দিয়েছেন খাজা আসিফ। তবে তাঁদের এই হুমকি নিয়ে ভারত কোনও পাল্টা প্রতিক্রিয়া দেয়নি।