পহেলগাঁও হামলার সঙ্গে সরাসরি যোগ হামাসের! প্রত্যাঘাত তবে কি ইজরায়েলের মতো হবে?

ভারতীয় গোয়েন্দারা পহেলগাঁও হামলার সঙ্গে হামাসের সরাসরি যোগের প্রমাণ পেলেন।

author-image
Tamalika Chakraborty
New Update
hamas terrorist111.jpg

নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার সঙ্গে এবার হামাস যোগের সন্ধান পেলেন ভারতীয় গোয়েন্দারা।  পহেলগাঁও হামলার পর থেকে বিশেষজ্ঞরা বার বার প্যালেস্তানীয় জঙ্গিগোষ্ঠী হামাসের হামলার সঙ্গে তুলনা করেছিলেন। এবার হামাসের সঙ্গে পহেলগাঁও হামলার যোগ মিলল। জানা গিয়েছে, পহেলগাঁও হামলার ঠিক দুই দিন আগে হামাসের শীর্ষ কমান্ডার পাকিস্তানে জইশ-ই-মহম্মদের সদর দফতরে হাজির হয়েছিলেন একটি কালো গাড়িতে। ভারতীয় গোয়েন্দারা মনে করছেন, তখনই হয়তো পহেলগাঁও হামলায় ব্লুপ্রিন্ট তৈরি হয়। হামাসও ইহুদিদের উৎসবের দিন  ইজরায়েলে  হামলা করে। নির্বিচারে ইহুদিদের হত্যা করে। ঠিক সেইভাবেই হিন্দু পর্যটকদের হত্যা করে  পহেলগাঁওয়ে হামলার জঙ্গিরা।  

Nia