গোয়ায় পদদলিত হওয়ার ঘটনায় গুরুতর আহত তিন! চিন্তা প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী

গোয়ায় পদদলিত হওয়ার ঘটনায় আহতদের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রী।

author-image
Tamalika Chakraborty
New Update
union minister goa


নিজস্ব সংদদাতা: গোয়ার শিরগাওয়ে পদদলিত হয়ে সাত জন নিহত হয়েছেন। এই প্রসঙ্গে  কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপাদ ইয়েসো নায়েক বলেছেন, "আমি ছোটবেলা থেকেই (লাইরাই) যাত্রা দেখছি, কিন্তু অতীতে এমন কোনও ঘটনা আমরা কখনও দেখিনি। আমাদের প্রশাসন এবং পুলিশ কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। এটি ভিড় সামলাতে না পারার বিষয় নয় কারণ একজন ব্যক্তি সবকিছু নষ্ট করে দিতে পারে। আমি জিএমসি (গোয়া মেডিকেল কলেজ) তে ভর্তি ১৩ জন রোগীকে দেখতে গিয়েছিলাম। তাঁদের মধ্যে তিনজনকে গুরুতর মনে হচ্ছে, কিন্তু তারা সুস্থ হয়ে উঠছেন।"

dead body .jpg