New Update
/anm-bengali/media/media_files/2025/03/06/1umT8AWMfSD6dNXXXyqf.jpg)
নিজস্ব সংবাদদাতা: ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়। জঙ্গি হামলার সঙ্গে যুক্ত চার জনকে শনাক্ত করা গেলেও এখনও তারা অধরা। এই পরিস্থিতিতে জঙ্গিদের সন্ধানে ভারতীয় নিরাপত্তাবাহিনী জম্মু ও কাশ্মীর জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে। তার মধ্যেই ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে এল জঙ্গিদের ব্যবহার আলট্রা কমিউনিকেশন সিস্টেম। ভারতীয় নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিতে এই সিস্টেম জঙ্গিরা ব্যবহার করেছিল বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/media_files/7D3fk2hWUpJtwME3XC9y.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us