হাতে নয় ভাতে মারার পরিকল্পনা ভারতের! পাকিস্তান থেকে সমস্ত ধরনের আমদানির ওপর জারি নিষেধাজ্ঞা

পাকিস্তান থেকে সমস্ত ধরনের আমদানির ওপর জারি নিষেধাজ্ঞা জারি করল ভারত সরকার।

author-image
Tamalika Chakraborty
New Update
india pakistan a

নিজস্ব সংবাদদাতা: ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে প্রত্যাঘাত হিসেবে ভারত প্রাথমিকভাবে পাকিস্তানকে 'হাতে না মেরে ভাতে মারার' সিদ্ধান্ত নিয়েছে। একদিকে যেমন ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, ভারত পাকিস্তানের সঙ্গে ভারতের সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে পাকিস্তান থেকে সমস্ত আমদানি বন্ধ করল ভারত।  ভারতের বৈদেশিক বাণিজ্যিক অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা এবং জননীতির স্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার যেকোনো ব্যতিক্রমের জন্য ভারত সরকারের অনুমোদনের প্রয়োজন হবে, ২ মে জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এই বিজ্ঞপ্তির জেরে পাকিস্তান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে কোনও ধরনের আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি হয়। 

indian army