রঘু ডাকাত সিনেমার প্রচারের মাঝে খোশমেজাজে দেব
ভগ্নপ্রায় কাঠের পুল দিয়েই চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত
কবে মিলবে ভ্যাপসা গরম থেকে মুক্তি ? দেখে নিন আবহাওয়ার রিপোর্ট
কেমন যাবে কুম্ভ ও মীন রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে ধনু ও মকর রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে তুলা ও বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে সিংহ ও কন্যা রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে মিথুন ও কর্কট রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে মেষ ও বৃষ রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?

দিল্লির এইমসে ভর্তি হলেন লালুপ্রসাদ যাদব

author-image
Harmeet
New Update
দিল্লির এইমসে ভর্তি হলেন লালুপ্রসাদ যাদব


নিজস্ব সংবাদদাতাঃ
ফের বিপাকে যাদব পরিবার। দিল্লির এইমসে ভর্তি হলেন লালুপ্রসাদ যাদব। এইমস-এর চিকিৎসকরা জানিয়েছেন, জ্বরে মাথা ঘোরাচ্ছিল তাঁর। তাঁর রক্তের নমুনা ইতিমধ্যে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আপাতত রক্তের পরীক্ষার সেই রিপোর্ট আসার অপেক্ষা করছেন চিকিৎসকরা। জানা গিয়েছে, বৃহস্পতিবার পটনা থেকে দিল্লি এসেছিলেন আরজেডি প্রধান। এরপর তাঁর শারীরিক অবস্থা হঠাৎ আরও অবনতি হতে শুরু করে। তাই আর দেরি না করে তাঁকে দিল্লির এইমস হাসপাতালের জরুরি বিভাগে ভরতি করা হয়।