কবে মিলবে ভ্যাপসা গরম থেকে মুক্তি ? দেখে নিন আবহাওয়ার রিপোর্ট

আজকের আবহাওয়ার রিপোর্ট।

author-image
Debjit Biswas
New Update
Earths-Rising-Heat

নিজস্ব সংবাদদাতা : আজ কলকাতার আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। দিনের প্রথম ভাগে কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপের কারণে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, বিশেষ করে উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

APTOPIX-California-Heat-Wave-Weather-0_1719932518318_1735555978075

আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে আজ সারাদিন এক ভ্যাপসা গরম অনুভূত হবে, যা তীব্র অস্বস্তি বাড়াতে পারে। তাই, বাইরে বেরোনোর সময় ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।