ধাক্কা লেগে পড়ে গিয়েছিল খাবার ! লোহার রড দিয়ে মেরে সহকর্মীকে খুন করে দিল ১৯ বছরের তরুণ

কোথায় ঘটলো এই ঘটনা ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
1223

নিজস্ব সংবাদদাতা : ধাক্কা লেগে পড়ে গিয়েছিল খাবার,আর সেখান থেকেই শুরু হয় বচসা। আর সেই বচসার জেরেই ১৯ বছর বয়সী এক যুবক তার সহকর্মীকে খুন করে দিল। গতকাল বৃহস্পতিবার পুলিশ তাকে গ্রেফতার করেছে।

ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। পুলিশ জানিয়েছে,''ওই অভিযুক্ত যুবক এবং তার সহকর্মী একই কারখানায় কাজ করত। তাদের মধ্যে খাবার পড়ে যাওয়া নিয়ে এক তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। এরপর এক পর্যায়ে ওই অভিযুক্ত যুবক তার সহকর্মীকে লোহার রড দিয়ে আঘাত করে, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।'' এরপর  পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে।

Murder

এই ঘটনাটি ওই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ এই ঘটনার তদন্ত করছে এবং অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।