/anm-bengali/media/media_files/2025/09/12/whatsapp-image-2025-09-12-at-2025-09-12-09-17-53.jpeg)
HIJALA
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুর ১১/১ গ্রাম পঞ্চায়েতের হিজলদা এলাকার ঘটনা। স্কুল পড়ুয়াসহ ২০০-৩০০ জনের প্রতিদিনের যাতায়াত। অনেকেই পুল পারাপারের সময় আহত হয়েছেন। স্কুল পড়ুয়ারাও আহত হয়। বছর কয়েক আগে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটা কাঠের পুল করে দেওয়া হয়েছিল। তারপর সেচ দপ্তরের পক্ষ থেকে সেটি পাকাপোক্ত করা হয়। কিন্তু দেড় বছর আগে থেকেই তা বেহাল হয়ে যায়। আর তাতেই জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার। পড়ুয়া থেকে এলাকাবাসী সবাই চাইছে দ্রুত এই পুল সংস্কার করে দেওয়া হোক।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/12/whatsapp-image-2025-09-12-at-2025-09-12-09-17-33.jpeg)
অপরদিকে রাধামোহনপুর ১১/১ গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুশ্রী মন্ডল জানান,''আমি প্রধান হওয়ার পর, ওই এলাকায় একটি কাঠের পুল করে দিয়েছিলাম সেচ দপ্তরকে বলে। কিন্তু বর্তমানে যে আবার সমস্যা হয়েছে, তা আমরা সেচ দপ্তরে বারবার জানিয়েছি, কিন্তু কোনও লাভ হয়নি। খালের জল কমলে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কী করা যায় তা দেখছি।'' কবে এই দুশ্চিন্তা দূর হবে হিজলদা এলাকার পড়ুয়া ও সাধারন মানুষের ? তা নিয়ে উঠছে প্রশ্ন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us