New Update
/anm-bengali/media/media_files/qc4sOi4ZhrfNhIuwROEO.jpg)
নিজস্ব সংবাদদাতা - রঘু ডাকাত সিনেমার প্রচার নিয়ে প্রচন্ড ব্যস্ত রয়েছেন দেব। আর এই প্রচারের মাঝেই এবার সম্পূর্ণ খোশমেজাজে দেখা গেল টলিউডের সুপারস্টার দেবকে। নিজের সিনেমার প্রচারে যাওয়ার সময় কোলাঘাটের এক গেস্ট হাউসে ঘোড়ায় চাপলেন এবং বড়শির মাধ্যমে পুকুরে মাছ ধরলেন অভিনেতা দীপক অধিকারী।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/12/whatsapp-image-2025-09-12-at-2025-09-12-10-26-42.jpeg)
সঙ্গে ছিল রঘু ডাকাতের সম্পূর্ণ টিম। এইদিন ঘোড়ার পিঠে চেপেও ঘুরলেন তিনি। চূড়ান্ত ব্যস্ততার মধ্যেই সম্পূর্ণ আলাদা মেজাজে দেখা গেল অভিনেতা দেবকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us