/anm-bengali/media/media_files/iJiAhA0TbNCVxLbDVQGL.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : আদিত্য এল ১ - এর উৎক্ষেপণ সফল হয়েছে। ইসরো চিফ এস সোমনাথ নিশ্চিত করেছেন। সূর্যের কক্ষপথে পৌঁছে বিভিন্ন দিক উদঘাটন করাটাই এখন মূল চ্যালেঞ্জ। এবার ইসরোর সাফল্যে ট্যুইট করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ট্যুইট বার্তায় সূর্য মন্ত্র লিখেছেন তিনি। ধন্যবাদ জানিয়েছেন ইসরোকে। তিনি লেখেন, ''ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ, যেখানে হাজার হাজার বছর ধরে আমরা সূর্যদেবকে শ্রদ্ধা করে এসেছি। এই মিশনের তথ্যগুলি চলমান প্রচেষ্টার বিস্তৃত পরিসরে একটি বিশাল উৎসাহ দেবে কৃষি থেকে বৈজ্ঞানিক গবেষণায়।''
ॐ सूर्याय नमः
— Himanta Biswa Sarma (@himantabiswa) September 2, 2023
Huge congratulations to @isro for the successful launch of Aditya-L1. A momentous occasion for Bharat, where for thousands of years we have revered Surya Dev 🙏
The information from this mission will give a huge boost to a wide range of ongoing efforts; from… pic.twitter.com/SdPD1T9Xz3