New Update
/anm-bengali/media/media_files/6pPkqvtKlpC3afnNDWAs.jpg)
নিজস্ব সংবাদদাতা : আদিত্য এল ১ এর উৎক্ষেপণ সফল। এটি ভারতের জন্য এক উজ্জ্বল মুহূর্ত বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। তিনি বলেন,বছরের পর বছর ধরে একসাথে ভারতীয় বিজ্ঞানীরা পরিশ্রম করে চলেছেন।এখন এসেছে ইঙ্গিতের মুহূর্ত, জাতির কাছে অঙ্গীকার মুক্ত করার মুহূর্ত। আদিত্য এল ১ এর সফল উৎক্ষেপণও সমগ্র-বিজ্ঞান এবং সমগ্র-জাতির দৃষ্টিভঙ্গির একটি সাক্ষ্য। যা আমরা আমাদের কাজের সংস্কৃতিতে গ্রহণ করতে চেয়েছি।"
#WATCH | Union Minister of State for Science and Technology Dr Jitendra Singh on the successful launch of the Aditya L1 mission says, "While the whole world watched this with bated breath, It is indeed a sunshine moment for India. Indian scientists had been working, toiling day… pic.twitter.com/muFMZ7Suxw
— ANI (@ANI) September 2, 2023