New Update
/anm-bengali/media/media_files/bju2ifQEiaENpAep4tny.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ঠিক যেন তামিলনাড়ুর পুনরাবৃত্তি হচ্ছে এই পশ্চিমবঙ্গেও। ডিএমকে-র পর এবার রাজ্যপালকে সরানোর দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল অভিযোগ করেছে যে রাজ্যপাল সিভি আনন্দ বসু (CV Ananda Basu) "বিজেপির এজেন্ট হিসাবে কাজ করেছেন"। এক সময়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও অভিযোগ করেছিলেন যে রাজ্যপাল রবি রাজ্য সরকারের বিষয়ে হস্তক্ষেপ করেছেন। এম কে স্ট্যালিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখে রাজ্যপাল রবিকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস টুইট করে রাজ্যপাল আনন্দ বসুর পদত্যাগ দাবি করেছে।