New Update
/anm-bengali/media/media_files/LKO7y2egKc9XfzKsGEB9.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে দিন দিন বাড়ছে ডেঙ্গির আতঙ্ক।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে যে, চলতি বছরে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় প্রায় ১৫০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।
/anm-bengali/media/post_attachments/09bc55dd43bc5a7776a40d6123e54629a9cf9dd4543fde578f9f9b3df4a903d7.jpg)
এ ছাড়াও, জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে যে, গত বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় ২৭৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন।
/anm-bengali/media/post_attachments/41673af8bf89782a75c5a0d62a86a95dc32517a00041d71d7fbfa7ba7cc9561b.jpg)
বলা বাহুল্য যে, রাজ্যে বর্ষার সময়ে ডেঙ্গির প্রভাব অনেকাংশে বেড়ে যায়। এই আবহে, জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা বলছেন যে, '' সপ্তাহে অন্তত এক দিন বাড়ির আশপাশ পরিষ্কার করে মশার বাসস্থল ভেঙে দিন। তবে ডেঙ্গির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। ''
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us