/anm-bengali/media/media_files/2025/08/27/whatsapp-image-2025-08-27-2025-08-27-18-35-29.jpeg)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: টানা নিম্নচাপজনিত বৃষ্টিপাত ও গালুডি বাঁধ থেকে জল ছাড়ার জেরে সুবর্ণরেখা নদী এখন ভয়ঙ্কর রূপ নিয়েছে। প্রবল স্রোতে নদী ফুলেফেঁপে বিপজ্জনক মাত্রায় প্রবাহিত হচ্ছে। এর জেরে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের মালিঞ্চা গ্রামে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি।
গ্রামবাসীদের অভিযোগ, টানা বৃষ্টির পর থেকেই নদীর তীরবর্তী এলাকায় ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। একের পর এক খেলার মাঠ, এমনকি গ্রামের ক্লাবঘরও নদীগর্ভে তলিয়ে গেছে। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছে প্রায় আড়াইশো পরিবার। নদীর ধারে থাকা বহু বাড়ি যে কোনও মুহূর্তে ভেসে যেতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে, ডুবে আছে চাষযোগ্য জমি ও ফসল। কোথাও কজওয়ে জলের তলায় চলে যাওয়ায় বিচ্ছিন্ন হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। জীবিকা ও আশ্রয় হারানোর ভয়ে গ্রামবাসীরা দিশেহারা হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে এখনও পর্যন্ত স্থায়ী কোনও পদক্ষেপ নেয়নি প্রশাসন। তাদের দাবি, দ্রুত বাঁধ মেরামত ও সুরক্ষামূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে। এই বিষয়ে গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের জয়েন্ট বিডিও রাজীব মুর্মু বলেন, "এখনও কোনও বসতি ক্ষতিগ্রস্ত হয়নি। তবে সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে ৭ টি পরিবারের ৩২ জনকে মালিঞ্চার ই সংঘ ভবনে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করা হয়েছে"। তবে সুবর্ণরেখার এহেন ভয়াল রূপে আতঙ্কিত গ্রামবাসীরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/27/whatsapp-image-2025-08-27-2025-08-27-18-39-39.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us