BREAKING: এবার বিচারপতি! আর জি কর মামলায় নতুন মোড়
BREAKING: এবার তৃণমূল বিধায়কের পিসি! আজই তলব করল ED
বর্ষার ভয়াবহ রূপ এখনও দেখা বাকি! ৩১ আগস্টের মধ্যে এই সমস্ত শহর তলিয়ে যাবে?
চরম দুর্ভোগের শিকার অফিসযাত্রীরা ! এই অংশে ফের মেট্রো বিভ্রাট
বোরখার আড়ালে হিন্দু তরুণীকে পাচার করা হচ্ছিল সীমান্তের ওপারে ! বড় পাচারচক্রের পর্দাফাঁস করলো পুলিশ
হঠাৎ করে ধসে পড়লো অবৈধ বহুতল ! ভয়াবহ দুর্ঘটনায় মহারাষ্ট্রে নিহত ১২
নিষ্ফল হল ডোনাল্ড ট্রাম্পের হম্বি-তম্বি ! কিয়েভে রাশিয়ার মিসাইল হামলায় নিহত ৩
জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল সেনা ! সকাল সকাল নিহত ২ জঙ্গি
দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বজায় থাকবে তীব্র অস্বস্তি ! কি বলছে আজকের আবহাওয়া ?

বহিরাগত প্রার্থী! প্রতিবাদে রাস্তা অবরোধ

এলাকার মানুষের পাশে যে থাকে তাকে প্রার্থী না করে প্রার্থী নির্বাচিত করা হয়েছে দূরের গ্রামের একজনকে। আর তাতেই ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীরা। অন্ডালে চাপানউতোর।

author-image
Pallabi Sanyal
New Update
১১

হরি ঘোষ, অন্ডাল : বহিরাগত প্রার্থী দেওয়ায় ক্ষোভে বৃহস্পতিবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন অন্ডাল থানার সর্ষেডাঙ্গার বাসিন্দারা। না পসন্দ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিলের দাবিতে সরব হয় তৃণমূল সমর্থিত  প্রমীলা বাহিনীরা। বিক্ষোভকারীদের দাবি, গ্রামের মানুষের সর্বক্ষণ আপদে বিপদে পাশে থাকা গ্রামের বাসিন্দা উমেশ কোরাকে অবিলম্বে প্রার্থী তালিকায় আনতে হবে।

অভিযোগ, উমেশ কোরার নাম তালিকায় নির্বাচিত হওয়ার পরেও তৃণমূলের উচ্চ নেতৃত্বরা রাতারাতি  নাম পরিবর্তন করে পাশের গ্রামের বাসিন্দা রাজেশ পাসওয়ানের নামে মনোনয়ন জমা করেছে। আরও অভিযোগ, তৃণমূলের নবজোয়ার যাত্রায় যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়র বার্তা মানুষের পছন্দের মানুষকে নির্বাচিত করা হবে প্রতিটি গ্রামে। সেই বার্তা অমান্য করেই পছন্দের প্রার্থীর নাম তালিকা থেকে হোয়াইটনার  ব্যবহার করে মুছে ফেলা হয়েছে।অন্ডাল ব্লকের কাজোড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে সর্ষেডাঙ্গা এলাকার বাসিন্দাদের এমনই অভিযোগ।
স্থানীয় বাসিন্দা প্রতিবন্ধী শ্যামলাল  পণ্ডিত জানান, ''আমাদের গ্রামের প্রতিটি মানুষের আপদে বিপদে সব সময় এগিয়ে আসেন উমেশ কোরা । এলাকার প্রতিটি প্রতিবন্ধীদের ভাতা ও ট্রাইসাইকেল সহ সমস্ত কিছুর ব্যবস্থা তিনিই করেছেন। আমাদের দাবি, তাঁকেই আমরা গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রার্থী হিসেবে চাই।''
উমেশ কোরা জানান, ''অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা অমান্য করে বহিরাগত প্রার্থী এই এলাকায় নির্বাচিত করায় ক্ষুব্ধ  এলাকাবাসী। এই গ্রাম থেকে প্রায় চার কিলোমিটার দূরের গ্রাম মাধবপুর গ্রাম। সেই গ্রামের বাসিন্দা রাজেশ পাসওয়ানকে এই গ্রামের প্রার্থী করায় ক্ষুব্ধ গ্রামবাসী।''

বহিরাগত প্রার্থী পছন্দ নয় তাই এলাকার ছেলেকেই দিতে হবে পঞ্চায়েতের প্রার্থী পদ এই  বিষয়ে অন্ডালের তৃণমূল ব্লক সভাপতি কাল বরণ মন্ডল জানান, ''ওটা একটা সামান্য ব্যাপার, অঞ্চলের নেতারাই বসে সমস্যা মিটিয়ে নেবেন।'' অন্যদিকে অন্ডাল ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী বলেন, ''প্রার্থি  সবাই হতে চায়, কিন্তু দল যাকে মনে করবে সেই প্রার্থী হবে।''