BREAKING: সর্বকালীন রেকর্ড ভেঙে দিল! বড় ঘোষণা করে দিলেন অভিষেক
SSC Breaking: SSC-কে ফল ভুগতে হবে'! জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি
BREAKING: এবার বিচারপতি! আর জি কর মামলায় নতুন মোড়
BREAKING: এবার তৃণমূল বিধায়কের পিসি! আজই তলব করল ED
বর্ষার ভয়াবহ রূপ এখনও দেখা বাকি! ৩১ আগস্টের মধ্যে এই সমস্ত শহর তলিয়ে যাবে?
চরম দুর্ভোগের শিকার অফিসযাত্রীরা ! এই অংশে ফের মেট্রো বিভ্রাট
বোরখার আড়ালে হিন্দু তরুণীকে পাচার করা হচ্ছিল সীমান্তের ওপারে ! বড় পাচারচক্রের পর্দাফাঁস করলো পুলিশ
হঠাৎ করে ধসে পড়লো অবৈধ বহুতল ! ভয়াবহ দুর্ঘটনায় মহারাষ্ট্রে নিহত ১২
নিষ্ফল হল ডোনাল্ড ট্রাম্পের হম্বি-তম্বি ! কিয়েভে রাশিয়ার মিসাইল হামলায় নিহত ৩

হাতির তাণ্ডবে ভাঙছে ঘর! কোথায় মন্ত্রী? মুখ লুকালেন বন দফতরের আধিকারিক

হাতির হানায় এবং তাণ্ডবে বিরক্ত গ্রামবাসী। তবু বন প্রতিমন্ত্রী এবং বন দপ্তরের বিট অফিসার পদক্ষেপ করছেন না। প্রতিবাদে রাস্তা অবরোধ করল এলাকাবাসী।

author-image
Anusmita Bhattacharya
New Update
protest

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: হাতির তাণ্ডবের জেরে ফের পথ অবরোধ ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকে। শনিবার সকালে সাঁকরাইল ব্লকের চামটিডাঙ্গা এলাকায় পথ অবরোধ করে এলাকাবাসী। শুক্রবার রাতে সাঁকরাইলের শুশনিগেড়িয়া গ্রামে হাতি তাণ্ডব চালায়। ওই গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভেঙে চাল, ডাল ও অন্যান্য সামগ্রী যা ছিল তা খেয়ে এবং ছড়িয়ে নষ্ট করে দিয়েছে। পাশাপাশি তিনটি বাড়ি ও একটি সার্বমারসাল নষ্ট করে দিয়েছে। এই অবরোধ হয় গুপ্তমনি থেকে কেশিয়াপাতা যাওয়ার শুশনিগেড়িয়া এলাকায়।

দিনের পর দিন হাতির উপদ্রব বেড়েই চলেছে জঙ্গলমহলে। ক্ষয়ক্ষতির তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তাও হুস নেই বন দফতরের। এই হাতির তাণ্ডবের জন্যই আজ সকাল থেকে পথ অবরোধে নামে এলাকাবাসীরা। ঘটনাস্থলে বন দফতরের বিট অফিসার অভিজিৎ চক্রবর্তী সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়লে এলাকা ছেড়ে পালিয়ে যায়। এদিকে বন প্রতিমন্ত্রী এই জেলার তবু হাতির উপদ্রব কমানোর জন্য কোনও সঠিক পদক্ষেপ নিতে আজ অবধি নিতে দেখা যায়নি তাঁকে। পাশাপাশি ক্ষতিপূরণের টাকাও পাওয়া যাচ্ছে না। যখন এলাকার মানুষজনের ঘরবাড়ি ভাঙছে তখনও এলাকার বন প্রতিমন্ত্রীকে দেখা যায় না বলে অভিযোগ উঠছে। প্রায় ৫ ঘন্টা পর বন দফতর এবং সাঁকরাইল থানার পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন এলাকাবাসী।