New Update
/anm-bengali/media/media_files/2025/05/17/ceqBf70eYQHyg9UMEBdV.png)
নিজস্ব প্রতিনিধি: রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের সংগঠনে বড় রদবদল, ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি করা হোলো অজিত মাইতিকে, খবর আসতেই পিংলা বিধানসভার মাদপুরে দলীয় কর্মীসমর্থকদের ভিড়।
ভিডিও কলে অজিত মাইতিকে শুভেচ্ছা জানান ঘাটালের সাংসদ দীপক অধিকারী দেব। পাশাপাশি পিংলার একাধিক জায়গায় দলীয় কর্মীদের উচ্ছাস৷ কোথাও মিষ্টি মুখ তো কোথায় আতসবাজি চললো শুক্রবার সন্ধ্যায়।