New Update
/anm-bengali/media/media_files/KL2eRHy6dKbN9rCtdsZq.jpg)
হরি ঘোষ, জামুড়িয়া : বাংলা বনধের প্রভাব পড়েছে জামুড়িয়াতেও। ২ নং জাতীয় সড়ক বোগড়া চটিতে আদিবাসী ২৫ টি সংগঠনের ডাকে পালন হচ্ছে বাংলা বনধ। আদিবাসী ২৫ টি সংগঠনের ডাকা বাংলা বনধের জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে ৬০ নম্বর জাতীয় সড়ক। তীর ধনুক হাতে পথে নেমেছেন আদিবাসীরা। এদিকে পথ অবরোধের জেরে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে গাড়ি। আটকে পড়েছেন যাত্রীরাও।