/anm-bengali/media/media_files/2025/09/22/whatsapp-image-2025-09-22-2025-09-22-19-24-48.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের এগিয়ে যেতে উৎসাহ দেওয়ার লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী অনুষ্ঠান— “স্নেহ”। এই অনুষ্ঠান শুধু একটি আয়োজনে সীমাবদ্ধ ছিল না, অনুষ্ঠানটি হয়ে উঠেছিলএক ভালোবাসার সংযোগ, মর্যাদার অঙ্গীকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক, অতরিক্ত জেলা শাসক (উন্নয়ন), অতরিক্ত জেলা শাসক (পঞ্চায়েত), অতরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ), জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মহকুমা শাসকসহ অনান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের সূচনালগ্নে জেলা শাসক কেক কেটে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন। তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হার না মানা জেদ নিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারে উৎসাহ দেন। জেলা শাসক এদিন স্পষ্ট ভাষায় জানান যে এই শিশুরা কোনোভাবেই করুণার যোগ্য নয়, এরা সমাজের গর্ব। ওদের হার না মানা মানসিকতা সকলের কাছে অনুপ্রেরণা। তিনি সকল নাগরিকের কাছে আহ্বান জানান, এই শিশুদের পাশে দাঁড়িয়ে, তাদের স্বপ্নের পথকে মসৃণ করে তুলতে।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শিশুদের সঠিক যত্ন নেওয়া ও সাধারণ স্বাস্থ্য ও স্বাস্থ্য বিধি নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন কৃতী ছাত্রী স্বর্ণাভা বেরা তার বক্তব্যে বলেন, "সত্যকে সহজভাবে গ্রহণ করেই আমরা জীবনকে আলিঙ্গন করতে শিখি"। তার বক্তব্যে উঠে আসে আত্মমর্যাদা ও আশার এক দৃঢ় বার্তা। তিনি জানান অদম্য ইচ্ছাশক্তি আর স্বপ্ন দেখার সাহস হার মানাতে পারে শারীরিক প্রতিবন্ধকতাকে। জেদ আর মনবল পারে সীমাবদ্ধতা অতিক্রম করে মানুষকে তার স্বপ্নের কাছাকাছি পৌঁছে দিতে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় দৃষ্টিশক্তিহীন হয়েও আইএএস পদে উত্তীর্ণ হওয়া এবং বর্তমানে অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) কেম্পা হোনাইয়াকে। তার জীবনসংগ্রাম ও সাফল্যের কাহিনি অনুষ্ঠানে উপস্থিত সকলকে গভীরভাবে অনুপ্রাণিত করে। অনুষ্ঠানে ১৪৬ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে স্পন্সরশিপ প্রদান করা হয়। প্রত্যেক শিশুর হাতে তুলে দেওয়া হয় উপহার, নিউট্রিশন কিট, আঁকার সরঞ্জাম।পাশাপাশি, প্রতিটি শিশুর মাকে সম্মান জানিয়ে উপহার দেওয়া হয় একটি করে শাড়ি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/22/whatsapp-image-2025-09-22-2025-09-22-19-24-31.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us