বাচ্চা ছেলে এবং মাঝ বয়সী ভদ্রমহিলাকে হনুমানের আক্রমণ! চিন্তায় সবাই

নিয়ে যেতে হল হাসপাতালে।

author-image
Anusmita Bhattacharya
New Update
monkey

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: সবং ব্লকের ৯ নম্বর বলপাই অঞ্চলে নিশ্চিন্তা গ্রামে আইসিডিএস- এ পড়া ছোট ছোট ছোট বাচ্চারা বাড়ি ফিরছিল। পথে একটি বাচ্চা ছেলে এবং একটি মাঝ বয়সী ভদ্রমহিলার ওপর হঠাৎ করেই হনুমানের দল আক্রমণ চালায়। তাদের চিৎকার-চেঁচামেচিতে গ্রামের লোকজন ছুটে এলে সেখান থেকে হনুমানের দল পালিয়ে যায়। এতে বাচ্চাটি মারাত্মকভাবে জখম হয়েছে। সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে সবং হাসপাতালে আনা হলে ডাক্তারবাবুরা দেখে বলেন যে হাতে কোনওভাবে স্টিচ করা যাবে না। তবুও পায়ে যেখানটা ফালাফালা হয়ে গেছে সেখানে তিন-চারটি স্টিচ পড়েছে। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবুল কালাম বক্স খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সবং হাসপাতালে পৌঁছে যান। তিনি নিজে উদ্যোগ নিয়ে  BMOH এর সঙ্গে কথা বলে মেদিনীপুর মেডিকাল কলেজে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন আক্রান্তকে। খবর দেওয়া হয়েছে বনদফতরে।

WhatsApp Image 2025-09-22 at 3.15.52 PM