তন্ত্র সাধনার নামে গৃহবধূর সঙ্গে অশ্লীলতা! গলায় ফাঁস লাগাল মহিলা

গ্রেফতার ভণ্ড দীক্ষা গুরু।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-22 at 4.28.29 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৭ নং মলিঘাটি অঞ্চলের চক কৃপান গ্রামে তন্ত্র সাধনার নামে  গৃহবধূর সঙ্গে একাধিকবার অশ্লীল ব্যবহার। তার স্বামী কাজের সুত্রে ভিন রাজ্যে থাকে। সেই সুযোগে একাধিকবার ভণ্ড সাধু দীক্ষা দেওয়ার নামে এবং শারীরিক অসুস্থতা ঠিক করে দেওয়ার নামে ওই গৃহবধূর সঙ্গে একাধিকবার অশ্লীল ব্যবহার করেছে বলে অভিযোগ তুলেছে গৃহবধূর স্বামী। এর জেরেই কয়েকদিন আগে এই ঘটনাবলি সম্পর্কে কাউকে না জানিয়েই কেশপুরে বাপের  বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় মহিলা। তারপরেই রবিবার দুপুরে ডেবরার পাটনা এলাকার বাসিন্দা ওই দীক্ষা গুরু সঞ্জয় অধিকারীকে গ্রেফতার করে ডেবরা থানার পুলিশ। আজই তাকে মেদিনীপুর আদালতে পাঠানো হয়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতার স্বামী ঝন্টু দোলুই। 

অপরদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই দীক্ষা গুরু বলে, "এখন আমি যা বলব কেউ বিশ্বাস করবে না। আমি নির্দোষ"।  

dead