নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা এবং সুন্দরবন, এই দুটি জায়গায় পশ্চিমবঙ্গের জন্য এক বিশেষ ভূমিকা পালন করে। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড হল কলকাতার ফুসফুস আর বাংলার ফুসফুস হল সুন্দরবন। তবে এই সুন্দরবনই আজ ধ্বংসের মুখে চলে যেতে বসেছে। সুন্দরবনের আবহাওয়াতে মিশে গিয়েছে অ্যাসিড রেন বা অম্ল বৃষ্টি।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/05/Sundarban-Acid-Rain.jpg)
অন্যদিকে কলকাতাতে অম্ল বৃষ্টির জেরে ক্ষয়ে গিয়েছে ভিক্টোরিয়ার মার্বেলের স্তম্ভ। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য গোটা সুন্দরবন এলাকাকে বাঁচিয়ে রেখেছিল। কিন্তু অধিক জনবসতির কারণে আজ ম্যানগ্রোভ অরণ্যও প্রায় শেষ হয়ে যেতে বসেছে। যার ফলে অম্ল বৃষ্টির মত ক্ষতিকর প্রভাব থেকে অরণ্যকে বাঁচানো দুষ্কর হয়ে উঠেছে।
/anm-bengali/media/post_attachments/blog/wp-content/uploads/2023/07/Kolkata-India-Victoria-Memorial1.webp)
অন্যদিকে শহর কলকাতার বাতাসে দূষণের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে, সেখানে অম্ল বৃষ্টির পরিমাণও মাত্রা অতিরিক্ত ভাবে বৃদ্ধি পেয়েছে। অম্ল বৃষ্টির ফলে শুধুমাত্র মার্বেল বা মূল্যবান পাথরই নয়, মানুষের ত্বকেরও প্রভূত ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই সময় থাকতে যদি কলকাতা এবং সুন্দরবনের দূষণের পরিমাণ নিয়ন্ত্রণ করা সম্ভব না হয়, তাহলে ধ্বংসের মুখে তলিয়ে যেতে আর বেশি সময় বাকি নেই।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)