New Update
/anm-bengali/media/media_files/FjqVOMMR2KmPeu2P2oRb.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দলের কর্মসূচিতে গিয়ে মিঠুন চক্রবর্তীর মানিব্যাগ গায়েব হয়ে যাওয়ার ঘটনা নিয়ে এবার মুখ খুললেন কুণাল ঘোষ। তিনি ট্যুইট করে সেই মুহূর্তের পরিস্থিতির ভিডিও সামনে আনলেন।
সঙ্গে মিঠুন চক্রবর্তীকে খোঁচা মেরে বললেন, "কার নাকি মানিব্যাগ পকেট থেকে ফুস্! তাও নিজের দলের কর্মসূচিতে। নিরাপত্তারক্ষীরা ছিলেন তো। আর ওঁকে কেউ কখনও মানিব্যাগ বার করতে দেখেনি। কস্মিনকালে না। তাহলে? হঠাৎ এই গপ্পোবাজি???" কুণাল ঘোষের ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।
বিজেপি কর্মীদের উদ্দেশে বার্তা: https://t.co/8G9P6cgbZt
— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 12, 2024
কার নাকি মানিব্যাগ পকেট থেকে ফুস্! তাও নিজের দলের কর্মসূচিতে।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 12, 2024
নিরাপত্তারক্ষীরা ছিলেন তো।
আর ওঁকে কেউ কখনও মানিব্যাগ বার করতে দেখেনি। কস্মিনকালে না।
তাহলে?
হঠাৎ এই গপ্পোবাজি???