/anm-bengali/media/media_files/n5IvE64LQ5MUGz2wy4bL.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দেবীপক্ষেই আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার চতুর্থীর দিন কলকাতায় পৌঁছে তিনি উদ্বোধন করবেন একাধিক দুর্গাপুজো। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, প্রথমে যাবেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনে। পরে হাজির হবেন ইজেডসিসি–র দুর্গাপুজোয়।
রাজনৈতিক মহলে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো দীর্ঘদিন ধরেই পরিচিত বিজেপি নেতা সজল ঘোষের পুজো হিসেবে। থিম-ভিত্তিক এই পুজোয় আগে কখনও রামমন্দির, কখনও লালকেল্লা তৈরি করে নজর কেড়েছেন তিনি। এবারে ৯০তম বর্ষে তাঁদের থিম ‘অপারেশন সিঁদুর’, যার উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/oaEZMM372skoDZPcscKp.jpg)
বিজেপি সূত্রে খবর, সজলের পুজোর পাশাপাশি শাহ যাবেন ইজেডসিসি–র পুজোয়, যার আয়োজন করছে পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক মঞ্চ। যদিও এটি সরাসরি বিজেপির নামে নয়, তবে আয়োজনের দায়িত্বে রয়েছেন দলের নেতারাই। খুঁটি পুজোর দিনেও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সেখানেই কাটিয়েছিলেন।
প্রসঙ্গত, ইজেডসিসি–র এই পুজোর সূচনা হয়েছিল তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতা মুকুল রায়ের হাত ধরে। পরে তা থেমে গেলেও আবার নতুনভাবে আয়োজন করেছে বিজেপি। সূত্র বলছে, শাহের সূচিতে পরিবর্তন হলে আরও একটি পুজো উদ্বোধনে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us