/anm-bengali/media/media_files/2025/09/23/whatsapp-image-2025-09-22-at-2025-09-23-00-17-30.jpeg)
TARUN SANGHA
নিজস্ব সংবাদদাতা : 'সত্যান্বেষী' ব্যোমকেশ বক্সীর গল্প পড়েনি, এমন মানুষ বোধহয় সারা বাংলায় খুঁজে বেড়ালেও একটিও পাওয়া যাবে না। আর 'সত্যান্বেষী' ব্যোমকেশ বক্সীর প্রতি বাঙালির প্রেম শুধুমাত্র আর গল্পের বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই। কারণ 'সত্যান্বেষী'-র প্রতি বাঙালির এই প্রেম ইতিমধ্যেই রুপোলি পর্দায় জায়গা করে নিয়েছে। কিন্তু একবার ভাবুন তো, এই সবকিছুর সাথেই যদি একবার 'সত্যান্বেষী'-র সময়কালটিকে চাক্ষুস করার সুযোগ পাওয়া যায়,তাহলে ব্যাপারটা কতটা দারুন হবে তাই না ? আর যদি আপনিও 'সত্যান্বেষী'-র সময়কালটিকে একবার চাক্ষুস করতে চান তাহলে তো আপনাকে চলে আসতেই হবে দমদম পার্ক তরুণ সংঘে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/23/whatsapp-image-2025-09-22-at-8-2025-09-23-00-17-08.jpeg)
আগামী ২৫শে সেপ্টেম্বর উদ্বোধন হচ্ছে এই পুজোর। এবারের থিম 'সত্যান্বেষী'। মূলত ব্যোমকেশ বক্সীর ১৩টি গল্পকে ফুটিয়ে তোলা হয়েছে এবারের পুজো মণ্ডপে। তাই দূর্গা ঠাকুর দেখার সাথে সাথেই আপনি হারিয়ে যাবেন সেই ১৯৫০ সালের কলকাতায়। শিল্পীর নাম অনির্বান দাস। পুজোর মোট বাজেট ৩৫ লক্ষ টাকা। তাহলে আসছেন তো আপনারাও ব্যোমকেশ বক্সীর নস্টালজিয়ায় হারিয়ে যাওয়ার জন্য ?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us