সুকান্ত মজুমদারকে আটকানোর দুঃসাহস, কড়া ব্যবস্থা নিতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের দিন বিমানবন্দরে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারকে কেন আটকানো হয়েছিল, তা জানতে চাইল লোকসভা সচিবালয়। ঘটনাটি নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে কলকাতা বিমানবন্দরে যান সুকান্ত মজুমদার। অভিযোগ, বিমানবন্দরের প্রথম ব্যারিকেডেই তাঁর গাড়ি আটকান এক সাব-ইন্সপেক্টর ও এক কনস্টেবল। অথচ একই সময়ে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর গাড়িকে কোনও বাধা ছাড়াই ভিভিআইপি গেট দিয়ে ঢুকতে দেওয়া হয়।

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে দেওয়া চিঠিতে সুকান্ত অভিযোগ করেছেন, তাঁকে আটকে দেওয়া হয়েছিল বিধাননগরের পুলিশ কমিশনার ঐশ্বর্য সাগরের নির্দেশে। তাঁর দাবি, এটি সম্পূর্ণভাবে ইচ্ছাকৃত পদক্ষেপ। এতে শুধু তাঁর সাংবিধানিক অধিকার ভঙ্গ হয়নি, লোকসভার মর্যাদাহানিও ঘটেছে।

sukanta

এই অভিযোগের ভিত্তিতেই লোকসভা সচিবালয় পদক্ষেপ করে। স্বরাষ্ট্র মন্ত্রককে ঘটনাটির পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পাশাপাশি চিঠির কপি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যসচিব, ডিজিপি ও বিধাননগরের পুলিশ কমিশনারের কাছে।

রাজ্যের কাছে চিঠি পৌঁছনোর পর কী জবাব দেওয়া হবে, তা নিয়েই এখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।