/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: সাতসকালে বন্দরের ধারে গুলিবিদ্ধ দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল শহরে। প্রথমে রহস্য দানা বাঁধলেও পরে জানা যায়, মৃত যুবকের নাম শ্রেষ্ঠ দুর্কা, তিনি হেস্টিংস এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন তিনি।
পুলিশ সূত্রে খবর, শ্রেষ্ঠর কপালের ডান দিকে সিঙ্গল শটার ঠেকিয়ে গুলি চালানো হয়েছিল। গুলি মাথা ফুঁড়ে বেরোয়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপর দেহ উদ্ধার করে হেস্টিংস থানা এলাকার বাড়ির ঠিকানা অনুসন্ধান করে পুলিশ। সেখানে যোগাযোগ করে খবর দেওয়া হয় তাঁর পরিবারকে।
জানা গিয়েছে, শ্রেষ্ঠর বৃদ্ধ বাবা-মার একমাত্র সন্তান ছিলেন তিনি। অবিবাহিত শ্রেষ্ঠ সকালে বাড়ি থেকে বেরোনোর সময় জানিয়েছিলেন, তিনি চা খেতে যাচ্ছেন। কিন্তু তারপরই বন্দর এলাকায় গিয়ে নিজের রিভলভার দিয়ে আত্মঘাতী হন বলে অনুমান।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/lk9xBp7AJk14gvxihpMG.jpg)
শ্রেষ্ঠর বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সেখানে লেখা ছিল— “Sorry Mom and Dad. I am not being a good Son.”
তদন্তে উঠে এসেছে, শ্রেষ্ঠ শেয়ার বাজারে এবং রেলের মাঠে বিনিয়োগ করে বিপুল ক্ষতির মুখে পড়েছিলেন। পাশাপাশি, ভবানীপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করলেও তিনি মূলত বাড়ি থেকেই কাজ করতেন। আর্থিক ক্ষতির বোঝা সামলাতে না পেরেই তিনি এই পথ বেছে নিয়েছেন বলে অনুমান তদন্তকারীদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us