রেশন দোকানে ওজন যন্ত্রের ব্যবহার বাধ্যতামূলক... মামলা দায়ের হাইকোর্টে

ওজনযন্ত্রের ব্যবহার বাধ্যতামূলক করল রাজ্য সরকার।

author-image
Adrita
New Update
স

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ রেশন দোকানের সামগ্রীতে কারচুপি রুখতে পশ্চিমবাংলার প্রত্যেকটি রেশন দোকানে ইলেকট্রিক ওজন যন্ত্রের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। তবে এর বিরোধিতা করেছেন রিলেশন ডিলাররা। রাজ্য সরকারের এই নির্দেশ আঞ্চলিক পর্যায়ের সকল আধিকারিকদের কাছে পৌঁছে গিয়েছে। 

Ration Card Benefits In West Bengal: রেশনে মিলবে চিনি-ছোলা-ময়দা, এপ্রিলে  কোন কার্ডে কত চাল-গম? - West Bengal Ration Card Benefits How much food  grains you will get for ration card in april

এমতাবস্থায়, ইলেকট্রিক ওজন যন্ত্র ব্যবহারের বিরোধিতা করে রেশন ডিলারের সংগঠন কলকাতা হাইকোর্টের একটি মামলা দায়ের করেছে।

Ration dealers call for indefinite countrywide strike from January 1 ।  Sangbad Pratidin

Add 1