নিজস্ব সংবাদদাতাঃ রেশন দোকানের সামগ্রীতে কারচুপি রুখতে পশ্চিমবাংলার প্রত্যেকটি রেশন দোকানে ইলেকট্রিক ওজন যন্ত্রের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। তবে এর বিরোধিতা করেছেন রিলেশন ডিলাররা। রাজ্য সরকারের এই নির্দেশ আঞ্চলিক পর্যায়ের সকল আধিকারিকদের কাছে পৌঁছে গিয়েছে।
/anm-bengali/media/post_attachments/7511c282625cbb4173874d982c843305c5e3c3855995515babbe513d22cbc307.jpg?size=948:533)
এমতাবস্থায়, ইলেকট্রিক ওজন যন্ত্র ব্যবহারের বিরোধিতা করে রেশন ডিলারের সংগঠন কলকাতা হাইকোর্টের একটি মামলা দায়ের করেছে।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2023/12/Ration.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)