ছত্তিশগড়ে বিলাসপুরের কাছে ট্রেন দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু
“মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কে রয়েছেন, জনগণ এবার ক্ষমা করবে না” — শঙ্কর ঘোষের মন্তব্য
মার্কিন সাবেক উপ-রাষ্ট্রপতি ডিক চেনির মৃত্যুতে হোয়াইট হাউসে অর্ধনমিত পতাকা
ইউক্রেনে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি দুর্ঘটনায় বন্ধুর মৃত্যু, প্রাক্তন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
সুস্থ নারী সশন্ত পরিবার অভিযান নিয়েই হয়ে গেল বসে আঁকো প্রতিযোগিতা
রোমে মধ্যযুগীয় টাওয়ারের আংশিক ধসে নিহত নির্মাণকর্মী
পাগলকে বাঁচাতে গিয়ে মৃত্যু ব্যক্তির!
যাত্রাগাছির অজ্ঞাত পরিচয় দেহের এবার পরিচয় প্রকাশ্যে এলো
তানজানিয়ায় সহিংসতার পর আংশিকভাবে কারফিউ ও ইন্টারনেট নিষেধাজ্ঞা শিথিল

ভর সন্ধ্যায় গুলি, সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ!

ভর সন্ধ্যাবেলায় জগদ্দলে চলল গুলি। রীতিমতো ঝাঁঝরা হয়ে গেল এক তৃণমূলকর্মী। রইল এই নিয়ে বিস্তারিত আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
gun

নিজস্ব সংবাদদাতা: জয়নগর, আমডাঙা, কোলাঘাটের পর এবার জগদ্দল। ভর সন্ধ্যায় গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হল তৃণমূলকর্মী ভিকি যাদবকে। কর্মীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনাটি জগদ্দল পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড এলাকার। সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ ভিকির একাধিক ব্যবসা রয়েছে। আছে খাটালের কারবার। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা। ৮-৯ রাউন্ড গুলি চলেছে টানা। একাধিক গুলি লেগেছে ভিকির দেহে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়তেই উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।  তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ।