Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/feuoH0oxBu6cJKcDD91k.jpg)
নিজস্ব সংবাদদাতা: প্রতিমা নিরঞ্জন শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই প্রচুর প্রতিমা নিরঞ্জন হয়েছে। আজ মূলত বাড়ির প্রতিমা আর কিছু ক্লাবের পুজোর বিসর্জন পর্ব চলছে। বাবুঘাটের পাশাপাশি হাওড়ার বাজা কদমতলা ঘাটেও চলছে প্রতিমা নিরঞ্জনের পর্ব। জানা গেছে যে গোটা কলকাতাজুড়ে আদিগঙ্গার যে কটি ঘাট রয়েছে, পুকুর রয়েছে, সব মিলিয়ে প্রায় ১১০০ প্রতিমা বিসর্জন দেওয়া হয়ে গিয়েছে। প্রতিটি ঘাটেই নিরাপত্তা রয়েছে কঠোর। চলছে বিসর্জন প্রক্রিয়া। গঙ্গায় কাঠামো ফেলে দেওয়ার সঙ্গে-সঙ্গে তা কলকাতা পুরসভার ডাম্পারে ফেলে দেওয়া হচ্ছে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us