‘তেলেঙ্গানা রাইজিং’ থিমে গণেশ মূর্তি, মুখ্যমন্ত্রীর ছায়ায় উন্নয়নের বার্তা
ভারত-ভুটান সহযোগিতার মাইলফলক: পূর্ণাঙ্গ হলো পুনাতসাংচু-২ জলবিদ্যুৎ প্রকল্প
ভারতের লক্ষ্য শীর্ষ পাঁচে, মুম্বইয়ে অনুষ্ঠিত হবে ‘ইন্ডিয়ান মেরিটাইম উইক ২০২৫’
“ভোট চুরি করে ক্ষমতায় টিকে আছে বিজেপি”- যে কেউ না, বললেন লোকসভার অন্যতম প্রধান নেতা- চরম শোরগোল
মিনেয়াপলিসের ক্যাথলিক স্কুলে ভয়াবহ গোলাগুলি ! আহত ৫ শিশু
আরএসএস শতবর্ষ অনুষ্ঠানে বিজেপি সাংসদ কমলজিত সেহরাওয়াতের বক্তব্য
ভোট চুরি করে যেতে বিজেপি ! ফের বেলাগাম রাহুল গান্ধী
মুড়ি মুড়কির মতো অনুপ্রবেশকারীদের পুশব্যাক,‘শ্যুট অ্যাট সাইট’ নিয়ে অনড় ! বড় খেলা খেলছেন হিমন্ত বিশ্ব শর্মা
SIR নিয়ে কি দাবি করলেন রাহুল?

কাশ্মীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ওমর আবদুল্লাহর শক্তিশালী বার্তা!

পেহেলগাঁও হামলার পর ওমর আবদুল্লাহ সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘নিরীহ মানুষকে ক্ষতিগ্রস্ত হতে দেবেন না।’

author-image
Debapriya Sarkar
আপডেট করা হয়েছে
New Update
omar abdullahw9.jpg

নিজস্ব সংবাদদাতা : পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, "এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি দৃঢ় পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। কাশ্মীরের মানুষ সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্পষ্টভাবে তাদের প্রতিবাদ জানিয়ে দিয়েছেন। তারা এটি স্বাধীনভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে করেছে।"

bsfkashmir

ওমর আরও বলেন, "এখন আমাদের এই সমর্থনকে শক্তিশালী করতে হবে, কিন্তু কোনো ভুল পদক্ষেপ যেন সাধারণ মানুষকে বিচ্ছিন্ন না করে দেয়। দোষীদের কঠোর শাস্তি দিতে হবে, কিন্তু নিরীহ মানুষের ক্ষতি হতে দেওয়া যাবে না।"

ihko2glc_pahalgam_160x120_22_April_25

তিনি আরও বলেন, "এটি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের একটি সুযোগ, কিন্তু সেই সাথে কাশ্মীরের সাধারণ মানুষকে বিচ্ছিন্ন না করে তাদের পাশে দাঁড়ানো উচিত।"