ভারতের লক্ষ্য শীর্ষ পাঁচে, মুম্বইয়ে অনুষ্ঠিত হবে ‘ইন্ডিয়ান মেরিটাইম উইক ২০২৫’

ভারতের লক্ষ্য শীর্ষ পাঁচে থাকার।

author-image
Aniket
New Update
Screenshot 2025-08-27 9.39.47 PM

নিজস্ব প্রতিনিধিঃ কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহণ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মঙ্গলবার ঘোষণা করলেন যে, আগামী ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মুম্বইয়ে অনুষ্ঠিত হবে ‘ইন্ডিয়ান মেরিটাইম উইক ২০২৫’। এই মহাসম্মেলনের মাধ্যমে ভারতীয় নৌপরিবহণ খাতে আধুনিকীকরণের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে।

মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে বিশ্বের শীর্ষ পাঁচটি জাহাজ নির্মাতা দেশের অন্যতম হওয়া। এই আয়োজন সেই ভিশনকে বাস্তবায়িত করার পথে একটি বড় পদক্ষেপ।”

তিনি আরও জানান, ভারতকে বৈশ্বিক মানের সঙ্গে সাযুজ্য রেখে নৌপরিকাঠামো আধুনিক করতে সরকার একাধিক প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে—বন্দর উন্নয়ন, জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগ, সবুজ জ্বালানি ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়ন, এবং প্রযুক্তিনির্ভর নৌপরিবহণ।

এই আন্তর্জাতিক ইভেন্টে বিশ্বের বিভিন্ন দেশের মেরিটাইম সংস্থা, বিনিয়োগকারী, বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। আলোচনার মূল বিষয় হবে নৌপরিবহণ শিল্পে উদ্ভাবন, টেকসই উন্নয়ন, এবং ভারতকে বৈশ্বিক বাণিজ্যে শক্তিশালী কেন্দ্রে পরিণত করা।

পর্যবেক্ষকদের মতে, ‘ইন্ডিয়ান মেরিটাইম উইক ২০২৫’-এর আয়োজন শুধু শিল্পক্ষেত্রেই নয়, বরং ভারতের ভূরাজনৈতিক অবস্থানকেও আরও দৃঢ় করবে। ভারত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক যোগাযোগ ও বাণিজ্য রুটের ক্ষেত্রে ভারতের ভূমিকা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।