মুড়ি মুড়কির মতো অনুপ্রবেশকারীদের পুশব্যাক,‘শ্যুট অ্যাট সাইট’ নিয়ে অনড় ! বড় খেলা খেলছেন হিমন্ত বিশ্ব শর্মা

কি বললেন হিমন্ত বিশ্ব শর্মা ?

author-image
Debjit Biswas
New Update
himanta biswa sharmaq1.jpg

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঠেকাতে সরকারের তরফ থেকে দৃঢ় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর অভিযান অব্যাহত থাকবে, আজ এমনটাই জানালেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন,''গতকাল আমরা ২৬ জন বাংলাদেশিকে পুশব্যাক করেছি। আসাম আন্দোলনের পর থেকে আপনারা হয়তো কোনও বাংলাদেশিকে পুশব্যাক করার কথা শোনেননি। এটি একটি বাস্তব সত্য যে আসাম এবং উত্তর-পূর্ব ভারত একটি করিডর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি অস্বীকার করা যায় না। এই তথ্য সম্পূর্ণ সঠিক।”  

d

এরপর তিনি বলেন,''রাজ্যের অন্যান্য অংশে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকার জন্য কোনও সমস্যা হচ্ছে না। তবে সীমান্তবর্তী দুটি জেলা ধুবরি এবং দক্ষিণ সালমারা নিয়ে আমরা সব সময় উদ্বিগ্ন। যদিও গত পাঁচ বছরে দক্ষিণ সালমারায় কোনও উল্লেখযোগ্য অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে ধুবরিতে অনুপ্রবেশকারীদের কার্যকলাপ বেড়েছে। এই পরিস্থিতিতে ধুবরিতে আগের জারি করা ‘শ্যুট অ্যাট সাইট’ (Shoot-at-sight) আদেশ প্রত্যাহার করা করে নেওয়া সম্ভব না।''