New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার আরো কীর্তি ফাঁস। শিক্ষকের চাকরি বিক্রি হয়েছে কত টাকায়? জীবনকৃষ্ণ সাহার কোন অ্যাকাউন্টে চাকরি বিক্রির কত টাকা ঢুকেছে? স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে এল নতুন তথ্য। টাকার অঙ্ক ও তারিখ ধরে আদালতে তথ্য পেশ করেছে ইডি। মুর্শিদাবাদের তৃণমূল বিধায়কের চাকরি বিক্রির নেটওয়ার্ক রয়েছে, দাবি করল ইডি। প্রমাণ হিসেবে একাধিক সাক্ষীর বয়ানেরও উল্লেখ। দাবি, কারুর থেকে ১২ লক্ষ নিয়েছিলেন, কেউ দিয়েছিলেন ৮ লক্ষ। লেনদেনের তথ্য তুলে ধরেছে ইডি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/zO45tQ3Ka7g2IaowKwd2.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us