/anm-bengali/media/media_files/2025/08/27/screenshot-2025-08-27-pm-2025-08-27-21-57-25.png)
নিজস্ব সংবাদদাতা: তেলেঙ্গানার উন্নয়ন ও অগ্রগতির প্রতীক হিসেবে অনন্য উদ্যোগ নিল তেলেঙ্গানা ফিশারমেন কো-অপারেটিভ সোসাইটিজ ফেডারেশন। সংস্থার চেয়ারম্যান ও কংগ্রেস নেতা মেট্টু সাই কুমার মঙ্গলবার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির পদযাত্রার সময় তোলা একটি ছবিকে অনুপ্রেরণা করে নির্মিত হয়েছে এক বিশেষ গণেশ মূর্তি।
সাই কুমার বলেন, “আমাদের উদ্দেশ্য ‘তেলেঙ্গানা রাইজিং’ থিমের মাধ্যমে রাজ্যের উন্নয়নকে তুলে ধরা। মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির পদযাত্রার সময়কার একটি ছবির ভিত্তিতে আমরা এই গণেশ মূর্তি তৈরি করেছি। তেলেঙ্গানার মানুষ যেন একসঙ্গে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ভিশনকে সমর্থন করেন—এই বার্তাই এতে দেওয়া হয়েছে।”
/anm-bengali/media/post_attachments/a954d735-c95.png)
তিনি আরও যোগ করেন, “গণপতি বাপ্পার আশীর্বাদ নিয়ে আমরা চাই তেলেঙ্গানাকে আরও এগিয়ে নিয়ে যেতে। রাজ্যের অগ্রগতিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
রাজনৈতিক মহলে এই উদ্যোগকে কংগ্রেস সরকারের প্রতি জনসমর্থন জোগাড়ের সৃজনশীল প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ধর্মীয়-সাংস্কৃতিক আবহে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি প্রচারের এই পদক্ষেপ আসন্ন স্থানীয় নির্বাচনে কংগ্রেসের জন্য বাড়তি সুবিধা এনে দিতে পারে।
#WATCH | Hyderabad | Telangana Fishermen Co-Operative Societies Federation & Congress Leader Chairman Mettu Sai Kumar says, "The idea is to showcase Telangana's progress and development with the Theme Telangana Rising. We created a Ganesh idol inspired by a photo of Chief… https://t.co/9cVJBKo0sgpic.twitter.com/OWs7CBNODA
— ANI (@ANI) August 27, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us